দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের আকাশে যে টকটকে লাল সূর্য উঠেছিলো, সেই সূর্যের মৃদু আভায় বঙ্গবন্ধু ছড়িয়ে পরেছিলো এই বাংলার ১৪৮,৪৬০ বর্গ কিলোমিটার জুড়ে। বিশ্বের বুকে অঙ্কিত হয়েছিলো এক নতুন মানচিত্র, যার নাম বাংলাদেশ ।
বলছি বাংলার কথা, বাংলাদেশের কথা; বলছি বঙ্গবন্ধুর কথা। বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন। রাজনীতিতে তিনি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন একনিষ্ঠ অনুসারী।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৫ সালে পূর্ববঙ্গের নাম পরিবর্তনের জন্য আন্দোলন, ১৯৬৬ সালে তাঁর প্রণীত বিখ্যাত ছয়দফা কর্মসূচীর ঘোষণা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণ, তারপরে বাংলার মানুষের গণজোয়ার এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, এবং ১৯৭২ সালের ১০ই জানুয়ারি তিনি লন্ডন হয়ে বিজয়ীর বেশে স্বদেশ প্রত্যাবর্তন, এই সকল যায়গাই শেখ মুজিবুর রহমানের বুদ্ধিদীপ্ত রাজনৈতিক সুকৌশল এর অগ্নিময় উদাহরন।
রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর - বাংলাপিডিয়া https://bn.banglapedia.org